ইনজুরিতে পড়া দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার পরিবর্তে ইংল্যান্ড ফাস্ট বোলার লিয়াম প্লানকেটের সঙ্গে শনিবার চুক্তি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলে এটাই হবে ৩৩ বছর বয়সী প্লানকেটের প্রথম অংশগ্রহণ।
৬ লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে রাবাদার সঙ্গে চুক্তি করা ডেয়ারডেভিলস রবিবার কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে। ইনজুরির কারণে তিন মাস খেলার বাইরে থাকতে হবে রাবাদাকে।
বদলি খেলোয়াড় পুল থেকে ইয়র্কশায়ার বোলারকে বেছে নেয় দিল্লি। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত তিনি ১৩ টেস্ট, ৬৫ ওয়ানডে এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন।
মোট আটটি দল নিয়ে সাত সপ্তাহব্যাপী আইপিএল শুরু হয়েছে শনিবার। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করছে চেন্নাই সুপার কিংস।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম