হাঁটুর ইনজুরির কারনে বায়ার্ন মিউনিখের জার্সিতে মৌসুমের বাকি সময়ে আর খেলা হচ্ছে আরতুলো ভিদালের। চিলির এই মিডফিল্ডারের ব্যাপারে মঙ্গলবার বেভারিয়ান্স জায়ান্টদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রবিবার অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পান ৩০ বছর বয়সী ভিদাল। পরবর্তীতে সোমবার তার হাঁটুতে একটি সাধারণ অস্ত্রোপচার করা হয়। বায়ার্ন কোচ জুপ হেইঙ্কেস বলেছিলেন রিয়ালের বিপক্ষে আগামী সপ্তাহে প্রথম লেগে অথবা মাদ্রিদে ফিরতি লেগে তিনি ভিদালের দলে ফেরার আশা করছেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে যা চিন্তা করা হয়েছিল ইনজুরির মাত্রা তার থেকেও গুরুতর। এক বিবৃতিতে ভিদালের পুরো মৌসুমে আর না খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, বায়ার লিভারকুসেনের বিপক্ষে মঙ্গলবার জার্মান কাপের সেমিফাইনালেও ছিলেনা না টাফ ট্যাকেলিং মিডফিল্ডার ভিদাল।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ