ইচ্ছাকৃত না হলেও তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিলেন হার্দিক পান্ডিয়া৷ গত মঙ্গলবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ম্যাচে পান্ডিয়ার ছোঁড়া বলে মুখে গুরুতর চোট পান সতীর্থ ঈশান কিষাণ৷ এর জন্য সতীর্থের কাছে ক্ষমা চেয়ে নিলেন এই অলরাউন্ডার৷
উইকেটকিপিং করার সময় পান্ডিয়ার ছোঁড়া বল কিষাণের ডান চোখের নিচে লাগে৷ ঘটনাটি ঘটে আরসিবি ইনিংসের ১৩তম ওভারে৷ সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হন মুম্বই ইন্ডিয়ান্সের বছর উনিশের উইকেটকিপার ব্যাটসম্যান৷ পরিবর্তে উইকেটকিপিং গ্লাভস হাতে মাঠে নামেন আদিত্য তারে৷
বিরাট কোহলিদের বিরুদ্ধে অবশ্য ম্যাচটি জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ সেই সঙ্গে একাদশ আইপিএলে প্রথম জয়ের স্বাদ পায় গতবারের চ্যাম্পিয়নরা৷ ম্যাচের পরের দিন টুইটারে কিষাণের সঙ্গে ছবি পোস্ট করে ক্ষমা চেয়ে নেন হার্দিক৷
একাদশ আইপিএল নিলামে ৬.২ কোটি টাকায় কিষাণকে কেনে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি৷ এখনও পর্যন্ত ২০টি আইপিএল ম্যাচে ৪১২ রান করেছেন৷ গড় ২১.৬৮৷ মুম্বাই ইন্ডিয়ান্সের আগে গুজরাট লায়ন্সের হয়ে আইপিএল খেলেছেন ঝাড়খণ্ডের এই বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটসম্যান৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর