ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার সকালে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৭ উইকেটে গ্রিন ইউনিভার্সিটিকে হারিয়েছে মেট্রোপলিটন। গ্রিন ইউনিভার্সিটি দলে খেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে গ্রিন ইউনিভার্সিটি। সৌম্য সরকার ১৭, সাইমন ১৪ রান করেন। ২৩ রানে ৩ উইকেট শিকার করেন মেট্রোপলিটনের পেসার জাহান।
জবাবে মেহেদি ও রিজভীর দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই ৫.১ ওভারে ১০৪ রান করে জয় তুলে নেয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। রিজভী ৪১ ও মেহেদি ৩৭ রানে অপরাজিত ছিলেন। দারুণ বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পেসার জাহান।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটিকে ৩২ রানে হারিয়েছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বুয়েট দলের সাথে লড়বে মেট্রোপলিটন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন