বর্তমান ক্রিকেটের নতুন এক বিস্ময় আফগানের রশিদ খান। আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে শীর্ষস্থানধারী এই লেগ স্পিনারের ঘূর্ণি যাদু চলছে আইপিএলের চলতি আসরেও। ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আইপিএলে সেরা বোলারদের তালিকায় আছেন ৭ নম্বরে। পাশাপাশি তাল মিলিয়ে চলছেন তার স্বদেশী মুজিব-উর রহমানও। সমান সংখ্যক ম্যাচে ১৪ উইকেট শিকার করে তিনি আছেন তিনে।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে এই দুই আফগানের প্রশংসা করেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জুনে ভারতের দেরাদুনে অনুষ্ঠেয় আসন্ন আফগান সিরিজে তাদের বিপক্ষে ব্যাট করাটা চ্যালেঞ্জিং হবে বলেই মত তার।
এ ব্যাপারে মুশফিক বলেন, “রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিরুদ্ধে ছয় সাতের বেশি কোনো ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে, যেখানে একটু ঝুঁকি নিয়ে হলেও যাতে রানটা আমি করতে পারি। ওদের শুধু রশিদ খান না, মুজিবও নতুন বলে বল করে থাকে। আমাদের ওইভাবে পরিকল্পনা করে এগোতে হবে।”
শুধু রশিদ খান কিংবা মুজিব উর রহমানই নয়, আসন্ন এ সিরিজে নতুন ভেনু দেনাদুনে খেলাটাও বাংলাদেশের জন্য সহজ হবে না বলে মনে করেন তিনি। মুশফিক বলেন, “মাঠটা অচেনা। এটা হয়তো বা একটা চ্যালেঞ্জ হবে। ওখানে একটা অনুশীলন ম্যাচ হবে। সেটা খেলে আমরা যতো দ্রুত মানিয়ে নিতে পারবো, ততো ভালো হবে।”
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৮/ ওয়াসিফ