জমে উঠেছে আইপিএলের এগারোতম আসর। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। আর সেই ধারাবাহিকতায় আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।
এবারের আসরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে এ দু'টি দল। তবে দুই দলের সর্বশেষ ৫ দেখায় চারবারই জিতেছে চেন্নাই।
চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে। আজকের খেলায় জিততে পারলেই প্লেঅফ নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে চেন্নাইয়ের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের তাদের অবস্থান ৬ নম্বরে। আজকের ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হতে পারে রাজস্থান।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে খেলাটি শুরু হবে।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৮/ ওয়াসিফ