আইপিএলের এগারোতম আসর জমে উঠেছে। ব্যাটে-বলে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে প্রতিটি ম্যাচেই। সেই ধারাবাহিকতায় পরপর দু’দিন দুই উইকেটকিপারের তাণ্ডব প্রত্যক্ষ করেছে আইপিএল। বুধবার ঈশান কিষাণের ঝড়কে ছাপিয়ে গেছে পরের দিনের ঋষভ পন্থের বিস্ফোরক সেঞ্চুরি। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে, এইা দুই উইকেটকিপারকে এখনই ভারতীয় জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি না।
তবে দুই তরুণ উইকেটকিপারকে নিয়ে নির্বাচকদের ‘ধীরে চলো’ নীতিকে সমর্থন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি, ‘‘ধোনি যে ফর্মে ব্যাট করছে, তাতে প্রথন পছন্দ অবশ্যই ও। এখনও ওর কোনো বিকল্প নেই। ধোনির পরে সুযোগ প্রাপ্য দীনেশ কার্তিকের। বিশেষত শ্রীলঙ্কায় ওই ইনিংসটার পরে।’’
এরমধ্যে অবশ্য ফুটবল বিশ্বকাপেও চোখ রাখছেন প্রাক্তন অধিনায়ক। ফাইনাল দেখতে উড়ে যাবেন রাশিয়াতেও যাবেন সৌরভ। নিজের পছন্দ নিয়ে তিনি বলেন, ‘‘ব্রাজিলকেই সমর্থন করব। তবে জার্মানি আর পর্তুগালের দিকেও নজর থাকবে।’’
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৮/ ওয়াসিফ