ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। ওই দিন সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে জার্সিতে মায়েদের নাম লেখে মেসিদের খেলতে নামার বিষয়টি।
বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার জোয়ার ওঠায় জেরার্ড পিকের মন্তব্য, মায়েদের ভালোবাসা জানানোর এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইনি।
খেলায় ৫-১ গোলে ভিয়ারিয়ালকে উড়িয়ে লা লিগায় নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে বার্সেলোনা। আর মাত্র ২ ম্যাচে জয়যাত্রা অব্যাহত থাকলে লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়বে দলটি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন