পিএসজির তারকা ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের দলবদল নিয়ে জল্পনা অনেকদিনের। কানাঘুষা ছিল ব্রাজিল তারকা ফুটবলারের পছন্দের ক্লাবের তালিকার প্রথম দিকেই রয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল কোচ জিনেদিন জিদানের একটি মন্তব্যকে ঘিরে এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রোনালদোর সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে না নেইমারের। জিদানের এমনই মন্তব্য কৌতূহল বাড়াচ্ছে রিয়াল সমর্থকদের।
যদিও নেইমারের রিয়ালে যোগ দেওয়ার ব্যপারে সরাসরি কিছু বলেননি জিদান। শনিবারের লা-লিগা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে রিয়াল কোচ জানান, আমি এই মুহূর্তে আপনাদের এটুকুই বলতে পারি সামনের ম্যাচ নিয়ে আমি চিন্তিত। পরের বছর দলে কি কি পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আমরা পরে কথা বলব। কিন্তু এখনই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।
রিয়ালে নেইমার ও রোনালদোর মধ্যে বোঝাপড়া তৈরি হবে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রাক্তন ফ্রান্স তারকা এ্যাটাকিং মিডফিল্ডার নিজের সময়কার আর এক বিখ্যাত মিডফিল্ডার ইয়ুরি জোরকায়েফের কথা উল্লেখ করে বলেন, ভালো খেলোয়াড়রা সব রকম পরিস্থিতিতে মানিয়ে নেয়। আমার মনে আছে একটা সময় আমাকে এবং জোরকায়েফকে নিয়েও একই রকম আশঙ্কা করা হত। কিন্তু তারপর আমরা একসঙ্গে বিশ্বকাপ জিতেছি।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/আরাফাত