দিনটি আইরিশ ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে। কারণ বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে নেমেছে আয়ারল্যান্ড। যদিও বৃষ্টির দ্বিতীয় দিনে শুরু হয়েছে এই টেস্ট। আর টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
ডাবলিনের মালাহাইড গ্রাউন্ডের সবুজে ঘেরা গ্যালারিতে উচ্ছ্বাসের কমতি নেই আইরিশ দর্শকদেরও। নিজেদের ক্রিকেটের ইতিহাসের সাক্ষী হতেই ছুটে এসেছেন তারা।
টস থেকে শুরু করে প্রথম বল, প্রথম উইকেট, প্রথম চার, প্রথম ছয় এমন অনেক কিছুই আজ তাদের জন্য ইতিহাস।
তবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকে টেস্ট মেজাজে খেললেও ৮ম ওভারের শেষ বলে এসে খেই হারায়। বয়েড র্যানকিনের বলে পোর্টারফিল্ডের হাতে ক্যাচ তুলে দেন আজাহার আলী। তার ব্যাট থেকে আসে ২৩ বল মাত্র ৪ রান।
ঠিক পরের ওভারে টিম মুরতাগের করা প্রথম বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়েন অভিষিক্ত ইমাম উল হক। ২৬ বলের ইনিংসে বাম-হাতি এই ব্যাটসম্যান করেন মাত্র ৭ রান। হারিস সোহেল করেছে ৩১ রান। বাবর আজম ১৪ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ:
আজহার আলী, ইমাম উল হক, হারিস সোহাইল, আসাদ শফিক, বাবার আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও রাহাত আলি।
আয়ারল্যান্ড একাদশ:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক),পল স্টার্লিং, এড জয়েস, নিল ও’ব্রায়ান, অ্যান্ড্রু ব্যালবার্নি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়ান, স্টুয়ার্ট থম্পসন, টাইরন কেন, বোয়েড র্যানকিন ও টিম মুরতাগ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান