রাশিয়া বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ব্রাজিল শিবিরে এলো বড় ধরনের দুঃসংবাদ। চোটের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাবে না তাদের দলের অন্যতম সেরা তারকা দানি আলভেসকে। ব্রাজিল ফুটবলের কিংবদন্তি পেলেও যে আলভেজের ছিটকে যাওয়ায় কষ্ট পেয়েছেন তা জানিয়ে দিলেন নিজেই।
আলভেজের চোটের খবর পেয়ে এক টুইটে ফুটবলের মহাতারকা ৭৭ বছর বয়সী পেলে লিখেন, ‘এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। ম্যাচ খেলতে না পারাকে ফুটবলাররা খুব অপছন্দ করে। কিন্তু আমি নিজে থেকে জানি, বিশ্বকাপ খেলতে না পারা সবচেয়ে বাজে অনুভূতি।
উল্লেখ্য, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখা আলভেজ গেল মঙ্গলবার ফরাসি কাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পান। প্রথমে তার চোটকে তেমন বড় করে দেখা হয়নি। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের আগেই সেরে উঠবেন এই রাইট ব্যাক। তবে শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের আগে আলভেজের ফেরা অসম্ভব।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৮/ ওয়াসিফ