ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বেশ কয়েকবার এই অবস্থার শিকার হয়েছেন। তবে বিরাট কোহলির কাছে এটি ছিল নতুন এক অভিজ্ঞতা ৷
দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নিরাপত্তাবলয় ভেদ বিরাট কোহলির এক ভক্ত ঢুকে পড়েন মাঠে ৷ মাঠে ঢুকে বিরাটের পা ছুঁয়ে ভালবাসা প্রকাশ করেন তিনি ৷ ততক্ষণে নিরাপত্তাকর্মীরা মাঠের দিকে ছুটে আসছেন ৷ এই সুযোগে বিরাট কোহলির সঙ্গে সেলফিও তুলে নেন তার ভক্ত ৷
নিরাপত্তারক্ষীরা এসে তাকে মাঠের বাইরে বার করে নিয়ে যান ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও ৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর