আইপিএলে শুরু হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলোর লড়াই। আর এই লড়াইয়ে শীর্ষ স্থান ধরে রাখতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস এবং সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।
রবিবার চেন্নাই সুপার কিংসকে ১৮০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সাকিব আল হাসানের দল। দিনের প্রথম ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন চেন্নাই।
শুরুটা যদিও ভালো হয়নি হায়দরাবাদের। দলীয় ১৮ রানেই ফিরে যান অ্যালেক্স হেলস। তবে দ্বিতীয় উইকেটে ১২৩ রানের বড় জুটি গড়েন শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন। পরপর দুই বলে আউট হন দুজনই। ৪৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৯ রান করেন ধাওয়ান। আর অধিনায়ক উইলিয়ামসন ৩৯ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫১।
এছাড়া দীপক হুদার ১১ বলে একটি করে চার ও ছক্কায় অপরাজিত ২১ রানের 'ক্যামিও' ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তোলে হায়দরাবাদ। সাকিব ১৮তম ওভারে ব্যাটিংয়ে নেমে ৬ বলে এক চারে ৮ রানে অপরাজিত ছিলেন।
চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন। এছাড়া দীপক চাহার ও ডোয়াইন ব্রাভো পেয়েছেন একটি করে উইকেট।
১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে হায়দরাবাদ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেন্নাই।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/আরাফাত