ইংলিশ তারকা ক্রিকেটার জস বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ২ ওভার বাকি থাকতেই মুম্বাইয়ের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য টপকে যায় রাজস্থান। আর রাজস্থানের হয়ে জস বাটলার ৯৪ রানে অপরাজিত থাকেন।
এছাড়া অজিঙ্কা রাহানে ৩৭ ও সাঞ্জু স্যামসন ২৬ রান করেন। মুম্বাইয়ের হয়ে হার্দিক পাণ্ডিয়া ২টি ও জাসপ্রিত বুমরাহ ১টি উইকেট নেন।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইেকেটে ১৬৮ রান সংগ্রহ করে মুম্বাই। এভিন লুইস ৬০, সুরিয়া কুমার যাদব ৩৮ ও হার্দিক পান্ডিয়া ৩৬ রান করেন। রাজস্থানের হয়ে জুফরাহ আর্চার ও বেন স্টোকস ২টি এবং কুলকার্নি ও উনাদকাট ১টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান