ইংল্যান্ডে শোচনীয় ব্যর্থতার সাক্ষী ভারত। অধিনায়ক কোহলি বাদে প্রত্যেকের ব্যর্থতার প্রশ্ন উঠে গেছে বিদেশের অচেনা পিচে ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে। এর মধ্যেই আরও খারাপ খবর টিম ইন্ডিয়াকে ঘিরে। মোহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ ফের ধেয়ে এল ভারত থেকে। হাসিন জাহান ইস্যুতে এবার সরাসরি প্রাণনাশের হুমকি মোহম্মহ শামির বিরুদ্ধে। যার জেরে ডিজিপি'র কাছে দায়ের হল অভিযোগও।
জানা গেছে, হাসিন জাহানের ওপরে নির্যাতনের সাক্ষী থাকা আরমানকে নাকি হুমকি দিয়েছেন স্বয়ং শামি ও তার দুই ভাই। শামি ও তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তুলেছিলেন হাসিন জাহান। তারপরে বহু জল গড়িয়েছে। সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে দেশের জার্সিতে প্রত্যাবর্তনও করে ফেলেছেন শামি।
শামির ছোট ভাই মোহম্মদ কাইফ একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন কিছুদিন আগে। সেই গ্রুপে মোহম্মদ শামি, তার ভাই হাসিব আহমেদ ছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের মুন্দা ইম্মা গ্রামের আরমান। কে এই আরমান?
হাসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মোহম্মদ শামির দূর সম্পর্কের চাচা হন আরমান। দূর সম্পর্কের এই চাচাকেই নাকি মারাত্মক হুমকি দিয়েছেন শামি। জানা গেছে, শামির ভাইয়ের তৈরি করা সেই হোয়্যাটসঅ্যাপ গ্রুপেই গত রবিবার মোহম্মদ শামির প্রয়াত পিতা ও তার পরিবার নিয়ে মন্তব্য করেন আরমান। এরপরেই গ্রুপে কার্যত ‘যুদ্ধ’ শুরু হয়ে যায়। একে অন্যের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কমেন্ট করতে থাকেন।
রবিবার রাতেই ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে সেই সমস্ত ম্যাসেজ চোখে পড়ে মোহম্মদ শামির। তারপরেই তিনি নাকি সরাসরি হুমকি দেন আরমানকে। দেশে ফিরে দেখে নেওয়ারও কথাও বলেন। রাগের মুহূর্তে শামি এই সমস্ত পোস্ট করলেও, ভবিষ্যতের কথা চিন্তা করে সঙ্গে সঙ্গেই সেই সমস্ত মেসেজ ডিলিট করে দেন তারকা ক্রিকেটার। তবে আরমান সেই সমস্ত হুমকি-বার্তার স্ক্রিনশট নিয়ে রাখেন। এর পরেই আরমান সমস্ত স্ক্রিনশট নিয়ে ডিজিপির কাছে অভিযোগ দায়ের করেন।
এমন ঘটনা স্বীকার করে নিয়েছেন হাসিন জাহানও। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন, ‘‘আরমানকে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছে তারা। আইপিএল চলাকালীনও হুমকি দিয়েছিল। হুমকির পরে লালবাজারে গিয়ে আমিও পুলিশকে জানাই।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর