সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই জয়ের মাধমে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করলো পাকিস্তান।
গোলগুলো করেন মোহাম্মদ রিয়াজ, হাসান বশির ও ফাহিম হাসান।
ম্যাচের ২০ মিনিটেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন মিডফিল্ডার মোহাম্মদ রিয়াজ। সাদ্দাম হোসেনের হেড পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ডান প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে ভুটানের জালে বল জড়িয়ে দেন রিয়াজ।
২৯ মিনিটে মোহাম্মদ আলীর কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় ভুটানের ডি-বক্সের একদম সামনে থেকে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানের মিডফিল্ডার হাসান বশির। ম্যাচের তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে। ৯১ মিনিটে মোহাম্মদ আলীর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন পাকিস্তানের ফাহিম আহমেদ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম