বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু কয়েক মাস আগে ক্রিকেটপ্রেমীদের হতাশায় ডুবিয়ে হঠাৎই অবসর ঘোষণা দেন তিনি। যদিও অবসর ঘোষণার সময়ই দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান জানিয়েছিলেন, সারা বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলা চালিয়ে যাবেন। আর তারই জের ধরে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন এই তারকা। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি।
এবি জানিয়েছেন, ''পাকিস্তান সুপার লিগ আগের থেকে এখন অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে এখন পিএসএল-কেও ধরা যায়। আমি সেই টুর্নামেন্টে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি। পিএসএলের বেশ কয়েকটা ম্যাচ আমি দেখেছি। এই টুর্নামেন্টের প্রতিযোগিতায় অংশ নিতে আমি আগ্রহী। ফলে পাকিস্তানিদের এখন চিয়ার-আপ করার সময়। ২০১৯ পিএসএলে আপনাদের সঙ্গে দেখা হবে।'' যদিও পাকিস্তান সুপার লিগে কোন দলের হয়ে এবি খেলবেন তা তিনি এখনও জানাননি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৪টা টেস্ট, ২২৮টা একদিনের ম্যাচ ও ৭৮টা টি-২০ ম্যাচ খেলেছেন এবি ডি ভিলিয়ার্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ