আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। তবে খেলা শুরুর আগেই ভারতের জন্য এল সুখবর। ভারতীয় দলের ম্যাচের ভেনু কেবল দুবাইতে রাখা হল। বাকি দলগুলি এই সুবিধা পাচ্ছে না। নিঃসন্দেহে এর ফলে খানিক সুবিধাই পাবেন ভারতীয় ক্রিকেটাররা। কেননা, বার বার হোটেল বদলাতে হবে না তাদের।
জানা যাচ্ছে, ভারতীয় দলের জন্য আলাদা হোটেলের বন্দোবস্ত করা হয়েছে। যেখানে বাকি দলগুলি থাকবে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে, সেখানে রোহিতরা উঠবেন গ্র্যান্ড হায়াতে। দুবাইয়ের এই হোটেলে থেকেই গোটা টুর্নামেন্টে খেলবে ভারত।
এশিয়া কাপের সব খেলা হবে দু’টি মাঠে। সেই দুই মাঠ হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। প্রাথমিক ক্রীড়াসূচিতে বদল এনে ভারতের সব খেলাই ফেলা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এমনকি, ‘সুপার ফোর’ স্টেজেও ভারতের সব খেলা এই মাঠেই ফেলা হবে।
আগামী ১৫ সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরু হলেও ভারত মাঠে নামবে ১৮ সেপ্টেম্বর। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা পরের দিন, ১৯ সেপ্টেম্বর।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর