স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের এই তারকাকে পেয়ে ইতালির ফুটবল অনুরাগীরা আনন্দে উদ্বেল হয়েছিলেন। বিশেষ করে জুভে সমর্থকেরা। কিন্তু সিরি ‘এ’ লিগে তিনটে ম্যাচ খেলে ফেললেও গোলের সন্ধান পাননি সি আর সেভেন।
এ ব্যাপারে নাপোলির ডিফেন্ডার রাউল আলবিওল বলেছেন, ইতালিতে মৌসুমে ৪০টা গোল পাওয়া রোনালদোর পক্ষে কঠিন। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ গোল ছিল রোনালদোর। নাপোলি যাওয়ার আগে রিয়ালে পর্তুগিজ মহাতারকার সঙ্গে ৪ বছর খেলেছিলেন আলবিওল।
তিনি বলেছেন, ‘ইতালিতে ফুটবল বেশি ট্যাকটিক্যাল এবং ডিফেন্সিভ। অনেক বেশি শারীরিক সক্ষমতা লাগে। ক্রিস্টিয়ানো অনেক বড় খেলোয়াড়। ওর দক্ষতা অনবদ্য। কিন্তু ইতালিতে মৌসুমে ৪০টা গোল করা ওর কাছে কঠিনই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ