ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। অথচ এশিয়া কাপের পঞ্চম ম্যাচে তেমন উত্তাপ ছড়াতে পারেনি পাকিস্তান। ভারতের সামনে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেছে সরফরাজ বাহিনী।
এদিন পাকিস্তানের টপ অর্ডারে ছিঁড় ধরিয়েছেন ভুবনেশ্বর কুমার। মাত্র ৩ রানের মাথায় তুলে নিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হক ও ফখর জামানকে। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন শোয়েব মালিক ও বাবর আজম। কিন্তু তাদের প্রতিরোধে দেয়ালে আঘাত হানেন কুলদীপ যাদব। ৪৭ রানে বাবর আজমকে সাজঘরে পাঠান এ স্পিনার। ফলে ৮২ রানের জুটি ভাঙ্গে। এরপর পাকিস্তানি ব্যাটসম্যান আসা যাওয়ার মধ্যেই ছিলেন। সরফরাজ ৬, আসিফ আলি ৯ ও শাদাব খান ৮ রানে অাউট হন। শেষ দিকে মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ ৩৭ রানের জুটিতে আরও কিছু রান যোগ হয় পাকিস্তানের স্কোর বোর্ডে।
ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব ৩টি, জাসপ্রিত বুমরাহ ২টি ও কুলদীপ যাদব ১টি উইকেট নেন।
এর আগে ১৪তম এশিয়া কাপের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
পাকিস্তান একাদশ:
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মেদ আমির, হাসান আলি ও উসমান খান।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, অমাবতি রাইদু, মাহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যাদব, হার্দিক পাণ্ডিয়াম, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল, কুলদীপ ও জাসিপ্রত বুমরাহ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান