চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে দুই গোলের দুর্দান্ত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে লিসবনে এ জয় পায় তারা। গোল করেন রবের্ত লেভানদোফস্কি ও রেনাতো সানচেস।
স্বাগতিক বেনফিকার মাঠে রবের্ত লেভানদোফস্কির গোলে দশম মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানচেস। হামেস রদ্রিগেসের ছোট ডি-বক্সে বাড়ানো বল ছুটে এসে জালে ঠেলে দেন পর্তুগিজ মিডফিল্ডার।
বাকি সময়ে উভয় দল আর কোনো গোল করতে না পারলে দুর্দান্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম