১৪তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আজকের একাদশে নেই মুশফিক আর মোস্তাফিজ। অন্যদিকে অভিষেক হচ্ছে আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্ত'র। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আবুধাবিতে শুরু হয় ম্যাচটি।
সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকটা নির্ভার দুই দলই। তবে মর্যাদার প্রশ্নে আফগানদের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় মাশরাফি বাহিনী।
এই ম্যাচের আগে ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে আফগানদের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বাহিনী। তবে দুই বার জয় পেয়েছে রশিদ খানরা। এর মধ্যে আফগানদের দুটি জয়ই বাংলাদেশের ঘরের মাঠে। একটি এশিয়া কাপে ৩২ রানের জয়। অপরটি ২ উইকেটের দ্বি-পাক্ষিক সিরিজে।
তবে চলতি এশিয়া কাপে দুই দলই জয় দিয়ে শুরু করেছে। এছাড়া বিভিন্ন দলের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪টিতেই জয় পেয়েছে। আর আফগানিস্তান ৩টিতে।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিয়ানায়ক), আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন।
আফগানিস্তান একাদশ
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, আসগার আফগান(অধিনায়ক), হাসমাতুল্লাহ শাহিদি, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবদিন নায়িব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত