চলতি মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে থাকছে ভিএআর প্রযুক্তি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।
এর আগে আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে ভিএআর প্রযুক্তি ব্যবহারের কথা বলেছিল উয়েফা। তবে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এই মৌসুম থেকে এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ইউরোপা লিগের ফাইনাল, নেশনস লিগের ফাইনাল ও ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপেও থাকছে ভিএআর প্রযুক্তি।
চ্যাম্পিয়নস লিগে এই প্রযুক্তি ব্যবহারের জন্য উয়েফা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি আলেকসান্দর সেফেরিন।
তিনি বলেন, “প্রথমিকভাবে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার আগেই ভিএআর ব্যবহারের জন্য আমরা প্রস্তুত। এটা ম্যাচ পরিচালনায় রেফারিদের আরো বেশি সাহায্য করবে, তাদের ভুল সিদ্ধান্তগুলো শুধরাতেও সাহায্য করবে।”
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর খেলা। ইউরোপা লিগের ফাইনাল হবে ২৯ মে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ও ২০১৯ সুপার কাপেও ব্যবহার করা হবে ভিএআর প্রযুক্তি।
লা লিগা, বুন্দেসলিগা ও সিরি ‘আ’তে ভিএআর প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই শুরু হয়েছে। গত রাশিয়া বিশ্বকাপেও প্রথমবারের মতো দেখা গেছে প্রযুক্তিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুম থেকে প্রযুক্তিটির ব্যবহার শুরু হবে।
বিডি প্রতিদিন/কালাম