লিওনেল মেসি কি সর্বকালের সেরা ফুটবলার? মেসি অনুরাগীরা তর্কটা উসকে দেন প্রায়শই। প্রশ্নটা করা হয়েছিল পেলেকে। ফুটবল সম্রাট উড়িয়ে দিলেন।
কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন, ওর তো মাত্র একটাই স্কিল! তাহলে কি মেসিকে কোনও নম্বরই দিতে চান না তিনি? এই তো কদিন আগে প্রশংসা করেছিলেন। পেলে নিজের কথার সপক্ষে যুক্তি দেখিয়েছেন, 'মেসি কি সর্বকালের সেরা?
যারা বলছে, এটা তাদের ব্যাপার। তবে যে প্লেয়ার হেড ভালো দেয়, যার বাঁ ও ডান পা সমান সক্রিয়, দুর্দান্ত বল মারে, তার সঙ্গে কি করে এমন একজনের তুলনা করা যায়! যে কিনা মাত্র একটা পা দিয়ে বল মারতে পারে, যার শুধু একটাই স্কিল, যে হেড ঠিকঠাক করতে পারে না? এই তুলনার মানে কী?
পেলের সঙ্গে তুলনা করতে গেলে, সেই লোকটা ডান পায়ে, বাঁ পায়ে ভালো শট মারতে জানতে হবে, ভালো হেড করতেও জানতে হবে।
এটুকুতেই থামেননি পেলে। ফুটবল সম্রাট আরেকটু তাচ্ছিল্য মিশিয়ে বলেছেন, ম্যারাডোনা কি মেসির থেকে ভালো? এই প্রশ্নটা যদি আমাকে করেন, তা হলে বলব, অনেক অনেক ভালো দিয়াগো।
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত