আগে থেকেই আশঙ্কা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া অনুশাসনে এবারের আইপিএলে দেখা যাবে না বেশ কিছু অজি তারকাকে। আর তারই জের ধরে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা হবে না গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চের।
প্রসঙ্গত অজি ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের জন্য নতুন নির্দেশিকা তৈরি করবে তারা। সেই নির্দেশিকা মেনেই দেশের বাইরে কোন পেশাদার লিগ খেলতে পারবেন অজি ক্রিকেটাররা। তবে যে ধরনের ক্রীড়াসূচি অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড তৈরি করেছে তাতে আইপিএল খেলার সময়ই পাবেন না ম্যাক্সওয়েল, ফিঞ্চদের মতো ক্রিকেটাররা। এতে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হল দিল্লি, পাঞ্জাবের মতো দল।
এদিকে, এ বছর যুবরাজকে ছেড়ে দিয়েছে প্রীতির পাঞ্জাব। সূত্রের খবর, আইপিএলে ১ কোটি টাকার বেস প্রাইসে নিলামে উঠতে চলেছেন যুবি। নিলামে উঠছেন জয়দেব উনাদকটও। গতবার তাঁকে সাড়ে ১১ কেটি টাকায় কিনেছিল রাজস্থান। তবে এবার আর তাঁকে দলে রাখেনি দলটি। এবার তার বেস প্রাইস দেড় কোটি।
এছাড়াও ২ কোটি টাকার বেস প্রাইসে নিলামে উঠতে চলেছেন ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কুরান। এই বেস প্রাইসে নিলাম হবে কিউই তারকা কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালামসহ লসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শন মার্শ ও ক্রিস ওকসের মতো তারকা ক্রিকেটারেরও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ