অ্যাডিলেডে বৃহস্পতিবার মাত্র ৩ রান করে আউট হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুর্দান্ত ক্যাচ ধরে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান উসমান খাওয়াজা। প্রথম দিনের মোড় ঘোরানো এই ক্যাচ দেখে রিকি পন্টিং থেকে অ্যাডাম গিলক্রিস্ট- সবার মুখেই শোনা যাচ্ছে খাওয়াজার প্রশংসা।
খোয়াজার এই অসাধারণ উন্নতির জন্য পন্টিং ধন্যবাদ দিতে চান অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। পন্টিংয়ের মতে, ল্যাঙ্গার যে ফিটনেস সংস্কৃতি আমদানি করেছেন দলে, তার ফলই এখন পাচ্ছেন খাওয়াজা।
এছাড়া অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, খাওয়াজার চারিত্রিক দৃঢ়তাই ধরা পড়েছে ওই অসাধারণ ক্যাচের মধ্যে। গিলক্রিস্টের মন্তব্য, ‘‘ খাওয়াজা খুব বুদ্ধিমান ক্রিকেটার। ও ক্রিকেট নিয়ে যেমন ভাবে, জীবন নিয়েও তেমনই। মাথা ঠান্ডা রেখেই ক্যাচটা নিতে পারল ও।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ