স্বামী খেলছেন মাঠে। আর প্যাভিলিয়নে বসে মন দিয়ে তার খেলা দেখছেন স্ত্রী। কথা হচ্ছে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। আগামী ১১ ডিসেম্বর বিরাট-অনুষ্কার বিয়ের একবছর পূর্ণ হবে। অর্থাৎ এটা তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর সেই দিনটি একসঙ্গে কাটাতেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান ‘ফার্স্ট লেডি’।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন মাঠে না থাকলেও দ্বিতীয়দিন শুক্রবার মাঠে অবশ্য উপস্থিত ছিলেন তিনি। খেলা চলাকালীন মাঝেমধ্যেই ক্যামেরার ফোকাস ঘুরে যায় তার দিকে। সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখ-আনুশকা-ক্যাটরিনা অভিনীত সিনেমা ‘জিরো’। কিন্তু বিবাহবার্ষিকী পালনের জন্যই সিনেমার প্রমোশন থেকে ছুটি নিয়ে আপাতত অস্ট্রেলিয়ায় বিরাট পত্নী।
এদিকে, সম্প্রতি আনুশকা অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়িয়েছিল সংবাদমাধ্যমে। কিন্তু এই জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এতে লুকানোর কিছু নেই। আপনি বিয়ে লুকাতে পারবেন কিন্তু অন্তঃসত্ত্বা হলে সেটা লুকাবেন কীভাবে? যে কেউ যা খুশি লিখতে পারে কিন্তু শেষপর্যন্ত ব্যাপারটা বোকা বোকাই লাগবে।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত