ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকা টেস্ট জয়ের পর টাইগারদের সামনে এখন ওয়ানডে মিশন। রঙিন পোশাকে ক্যারিবীয়রা বরাবরই ভয়ঙ্কর। সেই কথা স্মরণ করেই কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, 'ফরম্যাট যত ছোট হবে ওয়েস্ট ইন্ডিজ তত ভালো একটা দল।' আর সেই সুরে সুর মিলিয়েছেন কোচ স্টিভ রোডসও। তার মতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি হবে কঠিন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
টাইগার কোচ বলেন, ‘‘এই তিনটি ম্যাচ কঠিন হবে। জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করছি। টেস্ট সিরিজ হেরে ওরা ‘কষ্ট’ পেয়েছে। আমরা ওদের মাটিতে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিলাম। ওরাও একই কাজটা করতে সামর্থ্যবান। ওরাও চাইবে ওয়ানডে সিরিজ জিতে বদলা নিতে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা ওয়ানডেতে যথেষ্ট ভালো দল ।
টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিতে চায় টাইগাররা। তবে এক্ষেত্রে নিজেদের সেরাটাই দিতে হবে বলে মনে করছেন মাশরাফি ও রোডস। তাই সতর্ক থেকেই আগামীকাল ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ