সম্প্রতি সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। এরইমধ্যে ক্রিকেট বিশ্বের আলোচনায় চলে এসেছে তার সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির সম্পর্কের রসায়ন। সম্প্রতি জাতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ধোনির সঙ্গে সম্পর্কের কথা ব্যক্ত করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ধোনির সঙ্গে তাঁর সম্পর্কে মোটেই কোন তিক্ততা নেই।
২০১১ সালে বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ছিলেন গম্ভীর। ফাইনালে দেশকে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল দিল্লির বাঁ-হাতি তারকার। তবে তারপরই ক্রমশ জাতীয় দলে ব্রাত্যদের তালিকায় চলে যান। ২০১৫ সালে বিশ্বকাপ দলেও ঠাঁই পাননি তিনি। সেই সময়ে তিনি পরোক্ষে ধোনিকেই দায়ী করেছিলেন।
ধোনির ঘনিষ্ঠ বৃত্তের তালিকায় যে তিনি পড়েন না, তা একপ্রকার নিশ্চিত। বারেবারেই গম্ভীর নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন। তবে অবসর পরবর্তী সময়ে তিনি যে মোটেই সেই সম্পর্কের তিক্ত স্মৃতি বয়ে নিয়ে যেতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন। তবে বিতর্কিতভাবে তিনি নিজেও বলে দিয়েছেন, ‘‘আমার মনে হয় না, কোন ক্রিকেটারের জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা যুক্তিসঙ্গত।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ