বাংলাদেশি তারকা নাসির হোসেনকে সরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে।
শুক্রবার রাতে সিলেট সিক্সার্স-এর ভেরিফাইড ফেসবুকে পেজে নতুন অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।ক্যাপশনে লিখেছে, নতুন অধিনায়ককে স্বাগত জানান। তিনি হচ্ছেন ডেভিড ওয়ার্নার।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অধিনায়কত্ব করতে দেখা গেছে ওয়ার্নারকে। বল টেম্পারিংয়ের অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আরোপিত ১ বছরের নিষেধাজ্ঞায় জাতীয় দলের বাইরে থাকার আগে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহ অধিনায়কও ছিলেন ওয়ার্নার। তবে নানাভাবে খেলার মধ্যে আছেন তিনি। বিপিএল খেলতে সমস্যা হবে না বাঁহাতি ওপেনারের।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব