প্রথম দুই অস্ট্রেলিয়া সফরের পর থেকে এখন অনেক পরিণত তিনি। অতীতে সীমা লঙ্ঘন করলেও এখন ভারত অধিনায়ক জানেন কোথায় থামতে হবে তাকে। এ প্রসঙ্গে বিরাট জানান, ‘অতীতে তার ব্যক্তিগত লক্ষ্য প্রাথমিক চাহিদা হলেও এখন দলের জয়ই সবচেয়ে মূল্যবান তার কাছে।’
তবে নিজেই নিজের সীমা বেঁধে দিলেও মাঠে তার আগ্রাসন রয়ে গেছে আগের মতই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারত অধিনায়কের সেই আগ্রাসন লক্ষ্য করেছে সবাই। আর তৃতীয়দিন প্রথম সেশনে বৃষ্টিবিঘ্নিত অ্যাডিলেড মজল বিরাটের ব্রেকড্যান্সে। মাঠে তিনি যে একজন ‘রিয়েল এন্টারটেইনার’ তা ফের একবার বুঝিয়ে দিলেন তিনি।
তৃতীয় দিন প্রথম সেশনে স্লিপে ফিল্ডিংরত অবস্থায় হঠাৎই শরীর দোলাতে দেখা গেল ভারত অধিনায়ককে। একঝলকে বিরাটের সেই ব্রেকড্যান্স দেখলে মন হতেই পারে কোন প্রোফেশনাল ড্যান্সার বুঝি ভুল করে নেমে পড়েছেন বাইশ গজে। বিষয়টি নজর এড়ায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার।
বিরাটের ব্রেকড্যান্সের সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর পোস্ট হতেই ভাইরাল মাঠে ভারত অধিনায়কের সেই নাচ। দ্বিতীয় দিনই অ্যাডিলেডের গ্যালারিতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি আনুশকা শর্মাকে। এরপর তৃতীয় দিন ফিল্ডিং চলাকালীন বিরাটের এই নাচ আডিলেড টেস্টের উত্তেজনায় যে আলাদা মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।
বিরাটের নাচে সেই ভিডিও-
https://twitter.com/cricketcomau/status/1071224976726876160
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত