সাত বছরের এক বালককে 'বল অফ দ্য সেঞ্চুরি’ বলে অ্যাখ্যা দিলেন শেন ওয়ার্ন। কাশ্মীরের বিস্ময়বালক আহমেদ আব্বাসের বিরল ডেলিভারিটিকেই শতাব্দীর সেরা ডেলিভারি বলে অ্যাখ্যা দিলেন তিনি।
শনিবার অ্যাডিলেড ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ-ব্রেকে পরিষ্কার জানিয়ে দেন কাশ্মীরের এই বিস্ময় বালকের ডেলিভারিটাই শতাব্দীর সেরা বল।
চলতি বছরে শ্রীনগরের কাছে ক্রিকেট ক্যাম্প হয়েছিল। ওই ক্যাম্পে আহমেদের হাত বেরিয়েছিল। প্রায় দেড় মিটার বলটি ঘুরে পিছন দিক থেকে ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দেয়। বিস্ময় স্পিনারের ওই ভিডিও গত জুলাই মাসে টুইটারে আপলোড করেছিলেন এক সংবাদিক।
এদিকে, গত ৬ ডিসেম্বর সেই ভিডিও দেখার পর টুইট করে বিস্ময় বালকের প্রশংসার পাশাপাশি ডেলিভারিটিকে ‘বল অফ দ্য সেঞ্চুরি’ বলেন ওয়ার্ন। ভিডিও-
বিডি প্রতিদিন/এ মজুমদার