বিপিএলের ফাইনালে ব্যাট কিংবা বল হাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জ্বলে উঠতে পারেননি। ফলে তার দল ঢাকা ডায়নামাইটসও জিততে পারেনি শিরোপা। চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চ্যাম্পিয়ন না হওয়ায় এমনিতেই হতাশ সাকিব, তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘা! চোট পেয়েছেন আঙ্গুলে। সেই চোটেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সাকিবের খেলা হচ্ছে না বলে আগেই জানা গেছে। তবে এবার তার টেস্ট সিরিজ খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
গত শুক্রবার চোট পাওয়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট ৮ মার্চ আর সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ। সাকিবকে যে সময়ের জন্য বিশ্রাম দেয়া হয়েছে, তাতে বাস্তবতা বলছে টেস্ট সিরিজের শেষ ম্যাচেই শুধু তাকে পাওয়ার কিছুটা সম্ভাবনা আছে। কিন্তু চোটের পর পুনর্বাসন প্রক্রিয়া আছে, আর তা বিবেচনায় সাকিবের শেষ টেস্টও খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
এদিকে সাকিবের পরিবর্তে ওয়ানডে দলে কে যুক্ত হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজসহ ৮জন ক্রিকেটার এরই মধ্যে অবস্থান করছেন নিউজিল্যান্ডে। শনিবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন মাশরাফির নেতৃত্বে অন্য ক্রিকেটাররা। তাসকিনের জায়গায় গিয়েছেন আরেক ফাস্ট বোলার শফিউল ইসলাম সুহাশ।
সাকিবের পরিবর্তে এখনো কারও নাম ঘোষণা করেনি বিসিবি। বিপিএলের ফাইনালে সাকিব রান করেছেন মাত্র ৩। খেলেছেন ৫ বল। বল হাতে ৪ ওভারের স্পেলে উইকেট পেয়েছেন একটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার সাকিবের পারফরম্যান্স আহামরি নয়। ব্যাট হাতে ৫ বল খেলার সময়ই থিসারা পেরেরার বাউন্সারে হুক খেলতে যেয়ে গ্লাভসে ব্যথা পান। পরে দেখা গেছে চোটটি কনিষ্ঠ আঙ্গুলে আঘাত করেছে। চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁ হাতি অলরাউন্ডারকে। বিসিবি ডাক্তার ডা. দেবাশীষ এমনই জানিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি শুরু ওয়ানডে সিরিজের পরের দুটি ১৬ ও ২০ ফেব্রুয়ারি। টেস্ট সিরিজ শুরু ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট ১৬ মার্চ শুরু। সুস্থ হয়ে সাকিব সিরিজের টেস্ট সিরিজে খেলতে পারেন। মাশরাফির সঙ্গে ইনজুরির সখ্যতা বহু পুরনো। এখন ইনজুরি সখ্যতা করছে সাকিবের সঙ্গে। আহত হয়ে সাকিব বেশ কয়েকবার খেলার বাইরে ছিলেন। আঙ্গুলের ইনজুরিতে গত বছর অনেক ভুগেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম