ইতিহাদ স্টেডিয়ামে রবিবার চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেই প্রিমিয়ার লিগে নিজের ১১ নম্বর হ্যাটট্রিকটা পেয়েছেন সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
আরেকটি হ্যাটট্রিক করলেই সাউদাম্পটন, ব্ল্যাকবার্ন রোভার্স ও নিউক্যাসল ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার কিংবদন্তি অ্যালান শিয়েরারকে পেছনে ফেলে আগুয়েরো রেকর্ডটা নিজের করে নেবেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে তার হ্যাটট্রিক-সংখ্যা দাঁড়াল ১৫টি।
চেলসির জালে তিনবার বল জড়িয়ে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন আগুয়েরো। সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি আগে থেকেই। এবার লিগেও ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। আগুয়েরো ছাড়িয়ে গেছেন টমি জনসন ও এরিক ব্রুককে।
এই দুজনের গোল ১৫৮টি করে। আগুয়েরোর হলো ১৬০টি। এ ছাড়া আগুয়েরো মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে কমপক্ষে ২০০ গোলে অবদান (গোল করা ও করানো) রাখলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ