বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল দেশের ১৬টি জেলার অংশগ্রহণে ৩ দিনব্যাপী বরিশাল ক্লাব টেনিস টুর্নামেন্ট-২০১৯। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স।
শুক্রবার রাতে বরিশাল ক্লাব টেনিস গ্রাউন্ডে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বরিশাল ক্লাব লিমিটেড এবং পাবনা স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স।
অনূর্ধ্ব-৫৫ পাবনা ৬-১ ও ৬-২ সেটে এবং অনূর্ধ্ব -৩৫ পাবনা ৬-১ ও ৬-৩ সেটে বরিশাল ক্লাব লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন কাপ জিতে নেয়।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে কাপ তুলে দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোশারেফ হোসেন।
বরিশাল ক্লাবের টেনিস ক্লাবের সভাপতি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল এবং ক্লাবের পরিচালক রাউফুর আলম নোমান মল্লিক। এছাড়াও নগরীর গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম