এফএ কাপের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করার পথে নিউপোর্ট কাউন্টিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
চতুর্থ সারির দল নিউপোর্টের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় পেপ গার্দিওলার দল। গাব্রিয়েল জেসুসের সহায়তায় এ গোলটি করেন সানে। ম্যাচের ৭৫তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। তবে ৮৮তম মিনিটে নিউপোর্টের আইরিশ ফরোয়ার্ড অ্যামোন্ড ব্যবধান কমিয়ে লড়াই কিছুটা জমিয়ে তুলেন।
ম্যাচের ৮৯ মিনিটে ফোডেনের দ্বিতীয় গোলের পর আশা ছেড়ে দেয় নিউপোর্ট। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জন স্টোনসের সহায়তা নিউপোর্টের জালে চতুর্থ গোলটি করেন আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ।
ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় সিটিজেনরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ