আসন্ন ইংল্যান্ডের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট বিদায় জানাবেন ক্রিস গেইল। এদিকে তিনি সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে যদি আর না ফিরেন তাহলে এটিই হবে ক্যারিবীয় এ ব্যাটসম্যানের সর্বশেষ টেস্ট ম্যাচ।
ক্যারিবীয় এই ব্যাটসম্যান সর্বশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। কিন্তু হুট করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, অবসরে যাচ্ছেন ক্রিস গেইল।
এ বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই তারকা ব্যাটসম্যান। এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ১১ হাজার ৩৩৩। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস।
বল হাতেও গেইল নিয়েছেন ১৬৫ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ৫টি উইকেট। এছাড়া ৪টি করে উইকেট নিয়েছেন তিন ম্যাচে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন