তিন বছর পর আগামী ২০২২ সালে কাতারে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর। আর সেখানে বিশেষ অতিথি হিসেবে ভারতের ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের আমন্ত্রণ জানালো মধ্যপ্রাচ্যের দেশটি। সম্প্রতি মুম্বাইয়ে এক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাতার বিশ্বকাপের সিইও নাসির আল খাতের এ ঘোষণা দেন।
তিনি বলেন, ” আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ সকলের বিশ্বকাপ। আমি আপনাদের সেই বিশ্বকাপে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ”
তিনি আরও বলেন, ”আমি প্রথমে জানতাম না ভারতে ক্রিকেট এতটা জনপ্রিয়। এখানে এসে বুঝতে পারলাম ভারতীয়দের কাছে ক্রিকেটের মাহাত্ম্য কতটা। তাই এখানে (ওই অনুষ্ঠানে ) উপস্থিত ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সকল ক্রিকেটারদের আসন্ন কাতার বিশ্বকাপে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব