পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত আধা সামরিক বাহিনীর সদস্যদের স্মরণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ‘আর্মি ক্যাপ’ পরে নেমেছিল ভারতীয় দল। কিন্তু বিষয়টা ভালোভাবে নেয়নি পাকিস্তান। আইসিসি’র কাছে কোহলিদের নিষিদ্ধের দাবি জানিয়ে চিঠি লিখেছিল দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। কিন্তু তাদের সেই দাবি টিকল না।
এক বিবৃতিতে আইসিসি’র মুখপাত্র ক্লেয়ার ফার্লং বলেন, “সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের পরিবারের আর্থিক সহায়তার উদ্দেশ্যে ওই ক্যাপ পরার অনুমতি চেয়েছিল বিসিসিআই। আর আইসিসি’র পক্ষ থেকে তাদের সেই অনুমতি দেওয়াও হয়েছিল।"
এর আগে, টিম ইন্ডিয়ার ‘আর্মি ক্যাপ’ পরার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। আইসিসি’র কাছে শক্ত প্রতিক্রিয়া জানায় পিসিবি। ভারতের বিপক্ষে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবিও করে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ