ঘনিয়ে আসছে ক্রিকেটের মহারণের দিন। বাকি নেই দুই মাসও। আগামী ৩০ মে ক্রিকেটের তীর্থ ভূমি ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের ১২তম আসর।
আইসিসি'র বেঁধে দেয়া ২৩ এপ্রিলের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপের চূড়ান্ত দল। সব ঠিক থাকলে ২০ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করবে।
এমনটাই জানিয়েছেন বিসিবি'র অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপের মূল দলের বাইরে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হবে ৫ থেকে ৬ জনকে।
এপ্রিল থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে থাকবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড ও ওয়েলস সফরে থাকবেন টাইগাররা। সে হিসেবে প্রায় তিন মাস সফরে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সময়ে ক্রিকেটাররা চাইলে তাদের খাবারের প্রয়োজনীয়তার ব্যাপারটি মাথায় রেখে একজন বাবুর্চি পাঠাবে ক্রিকেট বোর্ড।
আকরাম খান বলেন, 'ব্রিটেনে বাংলা খাবারে সমস্যা নেই। এরপরও খেলোয়াড়রা চাইলে বাবুর্চি পাঠাবো আমরা'
এদিকে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোহলি-ধোনিদের জন্য বিশ্বকাপে দলের সঙ্গে একজন বাবুর্চি পাঠাবে।
বিডি প্রতিদিন/কালাম