দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই থেকে অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা পান পাকিস্তানের অন্যতম তারকা ব্যাটসম্যান উমর আকমল। তবে সিরিজে আপত্তিকর আচরণের শাস্তির মুখে পড়েন উমর আকমল।
পরে অবশ্য ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা দিয়েই পার পান উমর আকমল। এদিকে ঠিক দুই দিন পরই পাকিস্তান কাপের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে একটি ঝড়ো সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিয়েছেন উমর আকমল।
মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৮৬ বলে সেঞ্চুরি করেন বেলুচিস্তানের এ তারকা ব্যাটসম্যান।
বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্মে রাখতে ওয়ানডে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। মঙ্গলবার পর্দা ওঠে পাকিস্তান কাপের।
লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে অংশ নিচ্ছে পাঁচটি দল-পাঞ্জাব, বেলুচিস্তান, ফেডারেল এরিয়া, খায়বর পাখতুন্স, ও সিন্ধু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব ও বেলুচিস্তান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন