নেদারল্যান্ডস ভিত্তিক ক্লাব এজে আলকামারের ঘরের মাঠ এএফএএস স্টেডিয়ামের ছাদের একাংশ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাচ লিগ এরেদিভিসিয়ে খেলা এই দলের জেনারেল ম্যানেজার রবার্ত এনহর্ন। প্রচণ্ড বাতাসের কারণেই এমনটি হয়েছে বলেও জানান তিনি।
এনহর্ন বলেন, ‘এ ব্যাপারটি আমাদের চমকে দিয়েছে। আমরা এ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম, তবে একই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা স্বস্তি পেয়েছি।’
উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট ইউক্রেনের দল এফসি মারিওপলের বিপক্ষে ইউরোপা লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে এই মৌসুমে প্রথম নামবে এজে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ