১৪ আগস্ট, ২০১৯ ০৮:৫৪

কাশ্মীর নিয়ে মুখ খুললেন সরফরাজ আহমেদ

অনলাইন ডেস্ক

কাশ্মীর নিয়ে মুখ খুললেন সরফরাজ আহমেদ

ফাইল ছবি

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হতেই সেখানকার পরিস্থিতির দিকে নজর এখন ভারত-পাকিস্তান দু'দেশেরই। এর আগে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি কথা বলেছিলেন ৷ তাকে ট্যুইটারে যোগ্য জবাব দেন গৌতম গম্ভীর ৷ 

এবার ফের কাশ্মীর নিয়ে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি জানান, গোটা পাকিস্তান কাশ্মীরি ভাইদের পাশে আছে ৷ ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। বন্ধ দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাস এবং সমঝোতা এক্সপ্রেসও। 

এর মধ্যেই পাকিস্তানি অধিনায়ক সরফরাজের মন্তব্য, “কাশ্মীরিদের দুঃখ-দুর্দশা আমরা যেন সবাই একসঙ্গে ভাগ করে নিতে পারি। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সর্বশক্তিমান আল্লাহ যেন ওদের সাহায্য করেন, সেই প্রার্থনাই করছি।”

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর