উয়েফা ইউরো বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচেই ড্র'র শেষপর্যন্ত জয়ের দেখা পেল পর্তুগাল। সার্বিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
শনিবার সার্বিয়ার মাঠে গ্রুপ ‘বি’ এর ম্যাচে পর্তুগিজদের জয়ের ম্যাচে ৪২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন উইলিয়াম কারভালহো। ডি-বক্সের জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গনসালে গুদেস। এর ১০ মিনিট পর পর্তুগালের জালে বল জড়িয়ে সার্বিয়াকে গোল এনে দেন নিকোলা মিলেনকোভিচ।
পরে ম্যাচের ৮০তম মিনিটে এসে গোলের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। বের্নার্দ সিলভার বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি। এর পাঁচ মিনিট পর গোল করে সার্বিয়াকে খেলায় ফিরিয়ে আনেন অ্যালেক্সান্ডার মিত্রোভিচ। এরপর আর গোলের দেখা পায়নি সার্বিয়া। বরং ৮৬তম মিনিটের মাথায় উল্টো গোল করে সিলভা পর্তুগালের জয় নিশ্চিত করেন।
‘বি’ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইউক্রেন। আর পর্তুগাল তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ