উয়েফা ইউরোর বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। শনিবার রাতে নিজেদের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পায় গতবারের রানার্সআপরা।
‘এইচ’ গ্রুপের ম্যাচে খেলার অষ্টম মিনিটেই প্রথম গোলের দেখা পায় ফরাসিরা। এই গোলটি করেন কিংসলে কোমান। এরপর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলিভার জিরুদ। ম্যাচের ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ফ্রান্সের জয় নিশ্চিত করেন কোমান। ৮৫তম মিনিটে জাতীয় দলে নিজের অভিষেকেই গোলের দেখা পান ইকোনে।
শেষ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া।
ফলে ৪-১ গোলে জয় পায় ফ্রান্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ