অ্যাসেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন আরও একবার স্লেজিং শুনতে হলো ডেভিড ওয়ার্নারকে। তবে এবারও তাকে বিচলিত হতে দেখা যায়নি।
এদিন গোটা অস্ট্রেলিয়া দল গ্র্যান্ডস্ট্যান্ড প্লেয়ার্স এরিয়া থেকে মাঠের দিকে আসছিল। সেই সময় ওয়ার্নারকে লক্ষ্য করে কিছু দর্শক 'ও প্রতারক' বলে ডাকতে শুরু করেন। ওয়ার্নার একটুও না ঘাবড়ে বরং তিনি মাঠে নামার সময় সেই দর্শকদের দিকে তাকিয়ে 'থাম্বস-আপ' দেখান। পাশাপাশি মুখে এমন আওয়াজ করেন যেন এই ধরণের স্লেজিং তাকে আরও উজ্জীবিত করে দেয়।
চলতি অ্যাসেজে একেবারেই ফর্মে নেই ওয়ার্নার। সাত ইনিংস ব্যাট করে একবার মাত্র ৬১ রানের ইনিংস খেলেছেন। বাকি ছয় ইনিংসে একবারও তার রান দুই অঙ্কের ঘরে যায়নি। সাত ইনিংস মিলিয়ে তার মোট রান ৭৯।
উল্লেখ্য, গোটা বিশ্বকাপে একাধিকবার ওয়ার্নারকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। অ্যাসেজ শুরু হওয়ার পরও সেই ধারা চলছিল। ওয়ার্নার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গেলেই ইংল্যান্ডের দর্শকরা তাকে স্লেজিং করছিলেন। তবে একবারের জন্যও ওয়ার্নারকে বিচলিত হতে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ