জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এ (অনূর্ধ্ব-১৭) নীলফামারী সদর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী দিনে জয় পেয়েছে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ দল।
রবিবার বিকেলে জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টাইব্রেকারে পঞ্চপুকুর ইউনিয়ন দলকে ১-০ গোলে চওড়া বড়গাছা ইউনিয়ন দলকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু,উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
বিডি প্রতিদিন/হিমেল