১৪ অক্টোবর, ২০১৯ ০৬:৪২

এস্তোনিয়ার জালে জার্মানির তিন গোল

নিজস্ব প্রতিবেদক

এস্তোনিয়ার জালে জার্মানির তিন গোল

ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপে এস্তোনিয়াকে ০-৩ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচে জোড়া গোল করেছেন ইলকাই গিনদোয়ান। 

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১০ জনের দলে পরিণত হওয়া জার্মানি শের্ষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

এস্তোনিয়ার বিপক্ষে জার্মানির ম্যাচের শুরুতেই জুভেন্টাস মিডফিল্ডার কানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। দলে এক জন কম থাকলেও গোলের জন্য মরিয়া হয়ে উঠে জার্মানি। 

বিরতিতে যাওয়ার আগে মার্কো রয়েসের ফ্রি-কিক লাগে ক্রসবারে লেগে গোল বঞ্চিত হয় জার্মানি। বিরতি থেকে ফিরে এসে ৫১তম মিনিটে কাই হাভার্টসের শট এক জনের পায়ে লেগে বল চলে যায় গিনদোয়ানের পায়ে। ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

দ্বিতীয় গোলটিতে ছিল সৌভাগ্যের ছোঁয়া। মার্কো রয়েসের ব্যাকহিলে বল পেয়ে জোরালো শট নেন গিনদোয়ান। প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে বল দিক পাল্টে জালে জড়ায়।

৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় জার্মানি। ডান দিক থেকে গিনদোয়ানের ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে একজনকে কাটিয়ে কোনাকনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন লাইপজিগের ফরোয়ার্ড ভেরনার।

৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর