টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ভারত ছিল অজেয় একটি দলের নাম। সেই ভারতকে ৭ উইকেটে পরাজিত করে এক ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেল বাংলাদেশ।
দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এই রান করতে তিনি ৮ টি চার ও এক ছক্কা হাঁকান। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে, ২০১৬ সালের ২৩ মার্চ ব্যাঙ্গালুরুতে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পুরো শক্তির দল নিয়ে মহেন্দ্র সিং ধোনির ভারতকে হাতের মুঠোয় পেয়েও হারাতে পারেনি টাইগাররা। জয়ের দোরগোড়ায় গিয়েও শেষ পর্যন্ত ১ রানের পরাজয়ের বেদনায় মাঠ ছেড়েছিল টাইগাররা।
আজ দলের প্রাণভোমরা সাকিব আল হাসান আর তামিম ইকবাল ছাড়া ভারতকে হারিয়ে দিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
তিন বছর আগে যিনি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়াকে পুল করতে গিয়ে আউট হয়ে খলনায়ক বনে গিয়েছিলেন, আজ তিন বছর পর সেই মুশফিক এবার নায়ক।
তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে দলের প্রয়োজনে আজ আবারও মুশফিক হয়ে যান নির্ভরতার প্রতীক। সে সঙ্গে ইতিহাসের পাতায় জড়িয়ে গেলো মুশফিকের নাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন