টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এ ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার দলকে হারিয়ে জয়ের সূচনা করলো বাংলাদেশ।
ম্যাচে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন 'মিস্টার ডিপেন্ডেবল' মুশফিকুর রহিম। তবে মাঠে ভারতের ব্যাটসম্যানদের বিপক্ষে দাপটের সঙ্গেই বল করেছেন বোলাররা।
তাই ম্যাচ শেষে সে কথাই জানালেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক বলেন, ম্যাচ জয়ের ভিতটা গড়া হয়েছিল ম্যাচের শুরুতেই। বোলাররা দুর্দান্ত করেছে। সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছে। আমাদের ফিল্ডিংটাও ভালো হয়েছে। যা ব্যাটিংয়ের সময় আমাদের অনেক সাহায্য করেছে।’
অধিনায়ক মাহমুদুল্লা আরও বলেন, ছেলেরা দুর্দান্ত পারফর্ম করায় অধিনায়কত্ব করাটা সহজ হয়েছে। আমি জানি মুস্তাফিজ আমাদের সেরা বোলার। তবে কন্ডিশন বিবেচনায় অন্য বোলারদের ব্যবহার করতে হয়েছে।’
প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয় ১৪৮ রান করে ভারত। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে।
টাইগারদের পক্ষে শফিউল ইসলাম ৪ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট নেন। মুস্তাফিজ ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ৩ ওভারে আমিনুল ২২ রান দিয়ে তুলে নেন দু'টি উইকেট। সৌম্য সরকার ২ ওভারে ১৬, মোসাদ্দেক ১ ওভারে ৮, মাহমুদউল্লাহ ১ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। আল আমিন ৪ ওভারে ২৭ রান খরচায় কোনো উইকেট পাননি। আফিফ হোসেন ৩ ওভারে ১১ রান দিয়ে পান একটি উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন